ডায়রিরর পাতায় গাঢ় নীল রঙের ঝকঝকে লেখা
এলো-সমীরে উড়ে যাওয়া কিছু সাদা কাগজ,
লেখনির প্রিয় রাশি বই আর একান্ত কাঠ-টেবিল
ফেনায়িত কফির কড়া সুবাস যেন সুর সঙ্গী আমার..!
প্রহরী রাতের অলেখা অনুরাগে কাপে মন
স্নিগ্ধ ভোরের কুয়াশা চাদরে বেলা-ভূম,
রাঙ্গা প্রভাকর দিগন্তের শোভা কিছু মেঘ
গুরু গর্জন ধোঁয়া কফি কাপ অপলক চোখ..!
সঞ্চয়িতার ঝিনুক-কাব্য হলুদ খাম, লাল চুরিতে বাঁধা--
তানপুরা, গীতবিতান দখিনের কোণে একগুচ্ছ জবা,
হরিৎ শাড়ির মুক্ত আঁচল, নগ্ন পা ঘাস শিশিরে ভিজিয়ে-
আবার পুরনো কফি কাপ মুগ্ধতার খয়েরি আনন্দে.....
১৭ মাঘ ১৪২১
৯.২৭ মিনিট,সকাল