প্রতিটি সময় ধরে ধরে
কোদাল, নিড়ানী দিয়ে খুঁড়ে যাচ্ছি
একটি সুড়ঙ্গ
সযতনে লুকিয়ে রাখছি - ঐ সুড়ঙ্গে
প্রতিটি দিন
প্রতিটি রাত
হাজার বছর পরে
কোন এক ভোরের সূর্য নরম আলোয়
নয়তো
কোন এক ফাগুণী পূর্ণিমা রাতে
কোন এক প্রন্ততাত্ত্বিক ঈশ্বর
আবার নব জন্ম দিবে আমায়
এ বাঙলা'র সোঁদা মাটি খুঁড়ে খুঁড়ে।