কি বলা যায়- বিদায় না বরণ?
হু হু বাতাস বইছে- ভিতর বাহির।
বিদায় বলে- চলে এসো
এখনো দাঁড়িয়ে আছি - ঠাই
শুধু তুমি নাই।
বরণ সেতো ছিল
তুমি আমিতে মিশে- একাকার
তখন বুঝিনি বিদায় হবে- এত অঙ্গার।
চৈত্রে'র শেষ প্রহরে- দু'জনে
গুণগুণ রবীন্দ্র সুরে বরণ করেছিলাম- বৈশাখ
বিশ্ববিদ্যালয়ে'র আম্র কাননে।
বিদায় সেকি বলা যায়
বৈশাখী ঝড় সে ও ত হয় বিদায়
তবে চাপ রেখে যায়।
এবার তুমিই বল-
কি বলা যায়- বিদায় না বরণ?