অ‘মরফস বেটাছেলে খুশি নেই,
তার অভাব নেই,মূলত বিষাদের।
প্রিয় সুদর্শনা বিষাদীনি,
বিষাদ করুণ চাহনিতে চেয়ে রয়,
যেন সম্পর্কে বিষাক্ততা চলে এসেছে।
আজকাল অনেকেই একে বলছে,
“টক্সিক রিলেশনশিপ”
ঠিক তেমনই, তবুও একে অপরকে ছাড়া বাঁচতে পারছে না।
অ‘মরফস বেটাছেলের-ই তাই,
বিষাদ তাকে ছাড়া বাঁচতে পারছে না।
প্রিয় সুদর্শনা বিষাদীনি,
কিছুকাল আমায় আর বিষাদ দিও না,
অবসাদে জব্দ করে বিকালের আকাশ,
গোধূলির চাঁদে,
ধূল দিও না।
কিছুকাল আমায় আর বিষাদ দিও না।
আজ নাহয়;
আমায় আর প্রেম দিও না।