বিজয়ীদের রক্তে মেঘ লাল হয়ে গেলে,
মাথা নিচু করে থাকে মৃত্যু।

চোখের একেবারে কাছে থেকে মৃত্যু দেখেও,
শিয়রে দাঁড়িয়েছিল তারা।
তারা সরে দাঁড়ায়নি।

অতঃপর; মনে হলো, সুদিন এলো।
কিন্তু; ক্ষান্ত হলো না!
প্রাণ গুলো ভাসে!
শকুন উড়ে আসে।

আর কোনো কবিতা নেই,
শত শতাব্দী,
কেবল শকুন মারব,
ভেসে যাওয়া প্রাণ গুলির কৈফিয়ত চাইব।

সুদিন,তোমাকে প্রেয়সী ভেবেছি বলেই,
তুমি কি দূরে সরে যাও?
কাছে এসো,
আমার কেউ নেই।
এবং তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া;
সত্যি বলতে,
কামিনীর ললাট চুম্বনের কামনা-ও আমার কাছে অর্থহীন।