আর আমি প্রতিদিন তোমার বিরহে জ্যোৎস্নার স্নিগ্ধতা করি ত্যাগ !
পূর্ণিমার রাত্তিরে আমার চিত্তে জড়ো করে আবেগ!
ডাকি!
আমি কাক ডাকা সুরে কোকিলকে ডাকি!
যাই হবে হোক!
ডিম ফুটে অপত্য কোকিলকে বড় করেছিল কাক।
কোকিল নিজের সুরে মুগ্ধ হয়েই কাকের সাথে বিচ্ছেদ করে;
অথচ কাক কখনো বলে নি,"কোকিল,তোমাকে আবর্জনা কুড়াতে হবে।
কোকিল,তুমি গান গেতে পারবে না।"
তোমার জীবনে আমি ঠিক সেই কাকের সমরুপ।
অবশ্য; কোকিল কোকিলের প্রেমেই পড়বে।
কাকের নয়!
ইহাই প্রকৃতির নিয়ম,ইহাই হতে হবে!
আক্ষেপ শুধু এই ; আমি কেন কোকিল হলাম না?
অভিযোগ শুধু এই ; আমি কেন কাক হলাম?