কবিতা আমার সাথে বিদ্রোহ করছে,
তাই আমি কবিতাকে একা ছেড়েছি।
বিষাদের হিংস্র দল নিয়ে কবিতা আমাকে ধাওয়া করছে,
অবসাদের পিস্টনে পিষ্ট করছে মহাকাল অমান্য করে।
একাকীত্বের শব্দচয়নে আমার কবিতা উন্মত্ত মাতাল প্রেমিকার ন্যায় কান্না করছে।
আমার কবিতা উন্মাদ হয়েছে।
আমার কবিতা উন্মাদ হয়ে গিয়েছে।