কবিতা আমাকে অবসর দাও এবার!
বিষাদের রঙ,
অবসাদের ক্যানভাস ধরিয়ে দিয়েছো।
কবির হাতে দিয়েছো তুলি!
বেমানান,বেমানান!

আমি আঁকতে জানি না,
আমি লিখতে জানি।