মম যখন শুনি গান
ভুত্বকে থাকে না বিন্দু গান
গান গাই, গান গাই
মাতাল মন হন্য হন
গান প্রাণ, গানই ধ্যান
গানের মধ্যেও জ্ঞান
বাউল বলে দেয়না মান
গানকে করে ছোট গুণে
নিজেরাই ওই গান শোনে
হন্যহয়ে গান শুণে শুণে
ভক্তি করি গজল নামে
সব কি গান একই দামে
গানের তো হয় বিভিন্ন মানে
সব গানই তো গান না
সারেগামাপা
যেই গানে গুণীর কথা বলে
যে গান মারফতেতে চলে
ওই গানকেই গান বলে
গান গাই, গান গাই
মাতাল মন হন্য হন
গান প্রাণ, গানই ধ্যান
ঈদের দিনে বব বাজিয়ে
ঈদের খুশে মন ছড়িয়ে
গাইছিলো কে গান
কি ছিলো তার মান
আমায় যদি পাগলা বলো
তোমার পথে তুমি চলো
আমি তো খুশি, টলোমলো
আমার বান্ছা আমি চাই
গান গাই, গান গাই
মাতাল মন হন্য হন
গান প্রাণ, গানই ধ্যান