স্বপ্ন শুধু আমায় দেখাও
স্বপ্নে কেনো তারে ভাবাও
ও কেনো আমায় নিয়ে
রিক্সায় করে ঘুরতে গিয়ে
কেনো হাতটা ধরিবে?
কেনো ভালোবাসি বলিবে?
তবে কি আমারই সঙ্গী করে
ইহকাল- পরকাল জুরে
আমি চন্দ্র সে আর
জোনাকির বসবাস?
নাকি একলা আমি
তারে নিয়ে রিক্সায় নামি
হাতটা কি আমি তারই ধরি
বিধাতা আর দিও না অনুনয় করি
এই স্বপ্নই মোরে বন্দি করে
রুপসীর ওই রুপ নগরে।
গোলাপ তুমি আমায় কভু
ভালোবাসি বলো না
গোলাপ তুমি আমার তবু
মায়া লাগাইও না।
গোলাপ তুমি আমায় ভেবে
মনখুশি হারিয়ো না
যদি বাম পাজরের
বুকের আদরে,
তোমার জন্ম হয়
ধন্য জীবন সব ছাড়িয়া
অনেক সুখের হয়।