আমার কবিতায় দুঃখ রাখতে চাই না
অতীতের অপূর্ণতা দিয়ে পূর্ণতার স্বাদ পাই না।
যা হয়েছে অতীতে তাই আছে আমার গীতে
কি ছিলাম,কত অবহেলায় সবই গত শীতে
আমার কবিতায় দুঃখ রাখতে চাই না
অতীতের অপূর্ণতা দিয়ে পূর্ণতার স্বাদ পাই না
বর্তমানের উপর অতীত নির্ভর হয়
অতীতের কালো গল্পের সত্যই হয় জয়
আমার কবিতায় দুঃখ রাখতে চাই না
অতীতের অপূর্ণতা দিয়ে পূর্ণতার স্বাদ পাই না
বর্তমানে হাসতে থাকলে অতীত ভোলা যায়?
অতীতের কথা ভুলবো, তার ঘুঙ্গুর ছিলো পায়
আমার কবিতায় দুঃখ রাখতে চাই না
অতীতের অপূর্ণতা দিয়ে পূর্ণতার স্বাদ পাই না
অতীতের নোনাস্মৃতি ভুলতে চাওয়াই মনে রাখা
অতীতের নোনাব্যাথা ভোলা মানেই মনেই থাকা
আমার কবিতায় দুঃখ রাখতে চাই না
অতীতের অপূর্ণতা দিয়ে পূর্ণতার স্বাদ পাই না
কে বলে? অতীত যায় না কখনোই মোছা
সত্যই তবে, অতীত মেনেই বর্তমানে বাচাঁ।