দুঃখ নাই সুখও নাই, এ কেমন জিবন মোর
কোথা যাই সখি নাই,সকাল সন্ধ্যা ভোর
কে হবে মোর, কাটে না ঘোড়, মনে পরে তোর
চুলের সুভাস, হাসিটা তো মন্দ না তোর
রাত কাটে একা নির্ঘুমে মোর
ঘুম আসে না যখন আসে ভোর
স্মৃতিচারণ শুধু তোর আর মোর
কাটেনা রাত আসে না ভোর
ভালোবাসা হয় না করে জোর
আধার কে ভালবাসি, আধারই মোর
জিবনভর রয়ে যাবে স্মৃতি তোর
মুছবেনা ভেতর মায়া,ছায়া তোর
মন ভোলেনা মুখ, যে দেয় সুখ
ভুলিনি চোখ, সেই বড় দুখ
আসে না কান্না, চোখ অসহায়
হারিয়ে গেলে কি ফিরে পাওয়া যায়.
হায়রে... ভালোবাসা মোর