আশায় জুগিয়েছিলো প্রাণ,
সেই আমায় পুড়ায় মন।
প্রান আছে যতক্ষন,
গেয়ে যাবো শান্তির জয়গান।
কই কই শান্তি?
মাঝ রাতে ঘুম ভেঙে যায়।
শান্তি কই নির্বিশেষে,
চরবো রথ নিরুদ্দেশে।
দেখি বাস্তবতার চিত্র,
কেবা শত্রু কেবা মিত্র?
মানুষ সবে নির্বিশেষে,
চরব রথ নিরুদ্দেশে।
চোখ বুঝিলে একা তুমি,
খুজিলে একে দুই আমি।
আমি আমার ভিতর দিয়ে,
ভাবনা ভাবি তারে নিয়ে
আমি আবেগ নামক শব্দটাকে পুড়ে ফেলতে চাই,
বাস্তবতায় মগ্ন হয়ে স্বপ্ন দেখতে চাই।
হে স্বপ্ন,  আমার দুঃস্বপ্ন সত্য হবে কি?
আমার বিন্দু আশা আমায় তথা  বাঁচতে দিবে কি?
আমার অতিত স্মৃতি  এক নিমিষেই ভুলিয়ে দিবে কি?
আমার যত্নে গড়া বন্ধুরা তথা হাসি ফিরাবে কি?
আমার যত্নে গড়া সেই প্রেম আর কি পাওয়া যাবে?
ওরা আমার নামটি ভুললে,আর কি খুজে পাবে?



মা-বাবার সব বিশ্বাস আমি ধুলিসাৎ করেছি,
আমি আমার গলির মান সম্মান লুন্ঠন করেছি।
আমি বাবার টাকায় ভয়াবহ অভিশাপ নিয়েছি
আমি মাদকের প্রেমে হাহাকারা এখন,
দ্বিধা-দন্ধে মরণ - বাচঁণ।
আমি কাটাযুক্ত কালো গোলাপের  ছোট্ট মনিটি,
আমি আমার মায়ের সোনার ছেলে, রত্নের  খনিটি।
আমি ফিরবো আমার সবটা নিয়ে,
জিতবো নিজের চেষ্টা দিয়ে।
পাপ থেকে সব মুক্তি শেষে,
চড়বো রথ  নিরুদ্দেশে।