জিবনের কাছকাছি সমুদ্রেরই খোজ
যতই ভাবি জিবন কঠিন ততই তা সহজ
জিবন কঠিন আমি করি নাই, করেছে পরিস্থিতি
জিবন সহজ করতে হলে ছারতে হবে রীতিনীতি
ডাক্তার হওয়ার দরকার নাই, রোগী হলেও হয়
রোগী হয়েও বীণা টিকিটে জান্নাত পাওয়া যায়
যার যত আয় কম তার ততো চিন্তা কম
যার আয় বড্ড বেশি তার নাই জিবনের দম
যার আছে অধিক টাকা করি, তারও নাই কোনো বাড়ি
দুনিয়ায় টাকার মানে জান্নাতের হয় না মানি
ওরে, সুরে সুরে জিবন খোজো, জিবনেরই মানে বোঝো
জিবনটাকে ধরতে পারলে সূত্র মতো মানতে পারলে
কে দিবো তোমায় টিকেট তুমি নিজেই তো হিট
সবশেষে একটি কথা জিবনেতে থাকবে ব্যাথা
এই ব্যাথা মানতে হবে,যতক্ষণ জিবন রবে
কষ্টের মধ্যে খুজতে হবে সুখের ঘ্রানে জ্বলতে হবে
ওই পারেতে জেতে হবো দুঃখ যাবে তোমার সাথে