নীরহারা পাখি আমি  সবার থেকে দামি
আমার দুঃখে কেউ সাথি নয়, নিঃসঙ্গ এই আমি
সুখের বেলায় অনেক সঙ্গী, দুঃখেতে দেখি সবার ভঙ্গি
সবাই ব্যস্ত সবার মতো,কিছৃই পাই নি দিলাম যতো
অনেক অনেক রাত জেগেছি অন্যের ভালো চেয়ে
অনেক পশুকে মানুষ করেছি নিজের খাওন দিয়ে
এটাই বুঝি দোষ আমার,আপন আপন আপন ভাবার
সোনার ঘরি,রুপার বালা আমার বেলায় দ্বারে তালা
আপন না কেউ, কেউ না কালা
সকল কালায় যতো জ্বালা
জলছে দেহে মনকে নিয়ে
আর হবে না খোজাখুজি নীরহারা এই পাখি আমি
আর হবে না লেনাদেনা সবার থেকে দামি আমি