তুই তো বড়ই শিশু,মহাসৃষ্টির অভিসাপরুপী দান
তোর মনে নেই যিশু, আল্লাহ,বেদ কি ভগবান
তুই তো নষ্ট করিস কয়েক আহার,তৈরি করিস পাপের পাহাড়
ভয় থাকে -আছে সাহস যাহার, তোকে সোধরানো তো ইচ্ছার ব্যাপার
একটু একটু করে তুই শক্ত হয়েছিস
একটু একটু করে বিশ্ব ধ্বংস করেছিস
তুই নম্র পিশাচ,অভিনয় তোর আসল স্বভাব
তুই মহা ভেষজ তুই ইতো এনেছিস নবাবের ঘরে অভাব
কত ভাইয়ে, ভাইয়ে তুই শত্রু বানালি
অমিলে অমিলে মিত্র করালি
কত মিথ্যা দিয়ে সুখও কিনিলি,
সুখ কি তুমি পাও?
কত দুধে তুই পানি মিশালি,কত ভাতে তুই মিথ্যা মিলালি
মুক্তি কি তুমি পাও?
তবে হে শান্তি নাই, মুক্তি নাই,নাই পাপে কোনো ভয়
মিথ্যা পুড়িয়ে, নিশানা উরিয়ে সত্যকে করিবো জয়
তবে নির্ভয়,নির্ভেজাল মানুষের দেখা পাবি
যবে সত্য কিংবা সত্যের রেখায় পদধূলিতে যাবি।
শেষে শান্তি আর সুরেলা সুখে নিজেকে দেখতে পাবি
সত্যের পথে, সত্যের খাবার - বরকত জিবন পাবি।