তোমাকে ছুই নি, তোমাকে ছুই না
তোমাকে আকি, তোমাতে আক না
তোমাকে খুজি, তোমাকে পাই না
কত হাসা হাসি, আর বৃষ্টিতে তুমি
বৃষ্টির আগে মেঘেতে আমি
তোমাকে ছুই নি,তোমাকে ছুই না
তোমাকে ডাকি, তোমাকে পাই না
তোমাকে রাখি, তোমাতে থাকি না
কত রঙীন গোলাপের পাপড়ি তুমি
সেই গোলাপেরই কাটা আমি
তোমাকে ছুই নি, তোমাকে ছুই না
তোমাকে দেখি, তোমাতে দেখি না
তোমাকে খুজি, তোমাকে পাই না
কত কোটি কোটি অভাবীর অন্ন তুমি
সেই অভাবীদের বারণ আমি
তোমাকে ছুই নি, তোমাকে ছুই না
তোমাকে দেখি, তোমাতে দেখি না
তোমাকে বলি, তোমাতে শুনি না।
তুমি সাগর, তুমিই চন্দ্র আকাশেও তুমি
চন্দ্রের তারা হয়ে অবাক ভণিতায় আমি
আমার জন্য তোমার এত ক্ষয়
জয় - জয়, জয় - জয়
তোমারই যেন জয় হয়
তোমাকে ছুই নি, তোমাকে ছুই না