মৃত্যু খুজি,মৃত্যু সহজ
মৃত্যু বুঝি,মৃত্যু ফরজ
মৃত্যুর জন্য এতো গরজ
মরার পরেও জীবন আছে
বেদ- কুরআনের পাতায় আছে
এপার থেকে মুক্তি পেতে
ওপারেতে হবে যেতে
সেথায়ও তো নবীন জীবন
মৃত্যু কোথাও মৃত্যু নাই
এপারের এই সহজ জীবন
তাই পারিনি করতে নিধন
ওপারে তো হিসাব নিকাশ
এপারে করো সত্যের বিকাশ
মৃত্যু যতি পাইতে চাও
আসল মৃত্যু সত্যে আছে
সত্যই সদা মৃত্যু দিবে
মৃত্যু মানে বেহেশত না
মৃত্যু মানে আবার বাঁচা
এইপারের ঘর পুড়িয়া
ওইপারেতে ঘর ঘরিয়া
বাচতে হবে নতুন কইরে
কি হবে এপার ছেইড়ে
সুখ খুঁজি তাই দুঃখ পাই
কষ্ট খুজলে কষ্ট নাই
সুখ খুজি তাই সুখ নাই
বাঁচতে চাইলে মৃত্যু ফরজ
বাঁচার জন্য এতোই গরজ
বাঁচতে চাই না তাই তো এতো
মৃত্যু আর দেখবো কত
ভিতর মরিলো দেখতে দেখতে
বাইর মরে না সইতে সইতে
ওই পারে নাকি আবার জীবন
মরার পরে আবার নবীন
হবে,নতুন ঘরের চাল ডালাই
মৃত্যু খুজি মৃত্যু নাই,মৃত্যু কোথায়?
মৃত্যু নাই, মৃত্যু আছে সত্য যেথায়।