বিষণ্ণতা আমায় আগলে রেখেছে অগ্নেয়গিরিতে
যে অগ্নেয়গিরির লালায় আমার দেহ পুড়ে ছাই
তখন ছোট ছিলাম;
জীবন মানেই ছিলো না বুঝে উঠার পাত্র
আমি ছিলাম জীবন্ত এক পায়রা
কিন্তু সুখ আমায় পেয়ে উঠেনি।
জীবনের সহস্র মুহূর্ত কেটেছে নিজের অজানায়
নিজেকে চিনতে পারার ভয়,
আবার কখনো হেটেছি খোলা প্রান্তরে
তখন হারিয়ে ফেলেছি শেষ আশ্রয়।
তবুও হাল ছাড়িনি, আবার ধরেছি নিজেরে ছায়া
কখনো মনে হয়, হায় জীবন
এ কেমন বিষন্ন মায়া।
এখন মৃত্যুকে মনে হয় প্রকৃত পথ
হারিয়ে ফেলেছি সব নামিদামী
সত্তা খোজার জন্য এখনো ঘুড়েফিরে বেড়াই
সেটা কেবল জানেন অন্তর্যামী।