একটু হাতটা ধরো!
অশ্রু পড়ছে নাকি?
অশ্রু কেন?
এসেছি আমি, কেটেছে সকাল
বন্ধ ঘরের আঙিনা জুড়ে
কাটিয়ে দেবো মৃত্যু কাল
আমার স্বপ্নে বিভোর তুমি!
আমার রক্তেই রাঙাও
আমার কাধে হাতটা রেখে
এবার অশ্রু থামাও!
অশ্রু কেন?
বলোনি তো!
কেও বললো সুখের!
কেও বা বলে দুঃখের!
সুখ! তা কি রমণীর নাম হয়?
দুঃখ! সে তো নিজেই সাথীহারা
তবে তুমি কোন ঘাটের মাঝি
হলে নাকি বাঁধনহারা!
অশ্রু তোমার, রক্ত তোমারই
হাসছো তুমি
কাদছো তুমিই!
আমায় কেন কাদাও তবে?
নিজের জন্য অশ্রু ফেলো
অন্যকে কেন হাসাও তবে!