প্রিয়তমা, তোমার জন্য নিয়ে এসেছিলাম আকাশ মর্ত্য
ফেরতে তুমি দিলে একরাশ জলপ্রপাত!
ব্যাথিত মনে নিজেকে ছেড়ে দিতে চেয়েছিলাম অন্ধকারে
আলো! সেতো বড্ড বেহায়া
নিজের বেহায়াপনা থেকে আমাকেও ছাড়লোনা
হ্যা! আলোতে আমি এসে গেছি
কিন্তু তোমার আগুনে জ্বলে হয়েছি অঙ্গার
ইশ্বর আমার বুকে খোদাই করে দেখো
তার ব্যার্থ চুমুটা সেখানেই গেথে রেখেছি
ইশ্বর তার আগুনকে আরো জ্বলতে দাও
সেখানে আমি আবার পুড়তে চাই
অগ্নীশ্বর হবো আমি! আমি অগ্নীশ্বর হবো!
আমার হৃদপিন্ড কতগুলো শুকনো পাতায় গেথে রেখেছিলাম
হায় ইশ্বর! একি ঘটে গেলো!
স্থিতিশীল স্বপ্নে তুমি রটিয়ে দিলে তুষারপাত
হায়! ইশ্বর, তোমার স্বপ্নে বিভোর হয়ে
তোমার আঙিনায় দোল খেয়ে
তোমার ছায়াময় অঙ্গীকার আমি ভুলেছি
ইশ্বর, প্রেম কি শুধুই মরণোন্মুখ?
ইশ্বর, তাকে অর্ধাঙ্গিনী করার ইচ্ছাটাও কি আমার ভ্রম?
ইশ্বর, চেয়ে দেখো!
আমার দুচোখে কি দেখতে পাও?
চিরে দেখো আমার অন্তরের অন্তস্তল
ইশ্বর কি দেখতে পাও?
একরাশ নিরবতা নাকি বায়বীয় প্রেম!
কি দেখতে পাও ইশ্বর?
আমি মানবীর প্রেমে পড়েছি
আমি আমার অস্তিত্ব পেয়েছি?
আমি আমাকে ভুলে যাবো কি ইশ্বর?
আমি অস্তিত্ব হারিয়ে ফেলবো!
আমি এপিটাফে কি লিখবো?
লিখবো কি?
আমি অগ্নীশ্বর প্রেমে পড়েছি এমন মানবীর
গন্ধে যার মৃত্যুর হাতছানী!