সম্পর্কের বাধ ভেঙে দাও
ঢেলে দাও সব প্রণয়
বন্ধুত্বের রসে ভরে যাক আবার
কেটে যাক অসংখ্য সময়।
বন্ধু মানে হই-চই করে কেটে দেয়া দিন
কোন নিঃসঙ্গতার নাম নেই,
বন্ধু মানেই অরণ্যে ছুটাছুটি
আজ আর কোন ভয় নেই।
বন্ধু মানেই কান্না, বন্ধু মানেই হাসি
বন্ধু মানেই অস্তিত্ব পাওয়া কিছু জলরাশি!
বন্ধু মানেই অস্তিত্বের ধারক,
কিছু কাজ আমার আর তোর,
কখনো আমি কখনো তুই,
একে অন্যের নিষ্পত্তির অভিভাবক।

আজ এ জোৎস্না রাতে,
আকাশ হাসছে লক্ষ তারার মেলায়,
বন্ধু তোদের মনে পড়ছে খুব
এ নিস্তব্ধ রাতের বেলায়।
বন্ধু তোদের মনে পড়ছে খুব,
তোদের এই ভাব এই আড়ি!
তোদের সাহায্যে ভরা এ বুক,
আর গাছে উঠেই হাতে কাড়াকাড়ি।
মনুদের আম গাছে ঢিলাঢিলি,
আর গাছে উঠেই লাফালাফি,
আমাদের নদীটি ছিলো ধনুকের মতো বাকা!
আর তার সাকোটি ছিলো,
এক শিশুশিল্পীর আকাঁ!
গাছটির কথা মনে আছে তোদের?
এত কিছু গেলো গাছটি এখনো আছে,
উপর থেকে নিচ স্মৃতিময় একাকার
গাছটি এখনো শিকড় গেড়ে বেচে আছে,
আধমরা হয়ে পাষাণের রসে বাচে।
বেচে থাকুক স্মৃতিগুলো,
বেচে থাকুক আমাদের আশা,
বেচে ছিলাম, বেচে আছি, বেচে থাকবো!
তোদের ভালোবাসায়।
বন্ধু তো ঠিক থাকেনা,
বন্ধুত্ব ঠিকই রয়ে যায়
বন্ধুত্বের মাঝে সব,
বন্ধুরা'ই ক্ষয়ে যায়!