ইশ্বর, আপনি কোথায়?
আপনার অস্তিত্ব খুজে পাচ্ছিনা কেন?
আমি কি তবে নিরীশ্বরবাদী?
শুনেছি আপনি নাকি বিরাজমান!

হে ইশ্বর, এ পাড়াতে আপনাকে দেখা যায় না
ব্যাস্ততার কারণে!
নাকি ভালোবাসার অভাব?

এ পাড়াতে শিশু আধমরা হয়ে থাকে
জোটেনা ভাত, অস্তিত্বের অভাব
যেখানে জপা হয় আপনাকে প্রতিক্ষণ
কই আপনি?
ও ইশ্বর,  শোন  না তুমি?
শিশুর আর্তনাদ!
বৃদ্ধা মায়ের কান্না!
সন্তানহারা মায়ের বুকফাটা চিৎকার!
হে ইশ্বর, দেখো না তুমি?
ধ্বংসাত্মক মানুষ,
মা'কে ফেলে আসা সন্তান!
অস্তিত্ব ছিনিয়ে নেয়ার বাহক!
ইশ্বর, এ পাড়ায় কি আসো?
হয়ত কখনো আসা হয়না তোমার!
একবার দেখো তুমি!
সহস্র, লক্ষাধিক মানুষ
তোমায় ডাকে; আর্তনাদে
তোমায় খুজে; প্রতিটি রাতে
তোমায় চায়; প্রতিটি বেলায়

ইশ্বর, তারা ভালোবাসা চায়
তারা ভালোবাসতে চায়!
ইশ্বর, সেখানে কেন তুমি অস্তিত্বহীন?

লক্ষ প্রাণ অস্তিত্ব হারায়,
সাক্ষী তুমি হে ইশ্বর!
সহস্র নারীর মুখ চেপে সতীত্বনাশ করে,
সাক্ষী তুমি হে ইশ্বর!
কোটি জনতা ক্ষুধায় মরে,
সেখানেও ইশ্বর তুমিই সাক্ষী!
তুমিই বিচারক,তবে বিচার কেন নেই?
তুমিই যদি অস্তিত্বের রক্ষক
তবে কেন অস্তিত্ব হারায় হাজারো মানুষ?
ইশ্বর, এ পাড়ায় একবার এসো
এসে দেখো, এ পাড়ায় নেই কোন প্রাণের স্রোত
আছে শুধু মানুষ হত্যার কারখানা!

ইশ্বর তুমি ধ্বংস হোও!
বৃদ্ধা মায়ের কান্নার সুরে
ইশ্বর তুমি বধ হও!
ফেলে রাখা শিশুর আর্তনাদে!
ইশ্বর তোমার অধঃপতন হোক
সন্তান হারা মায়ের চিৎকারে!
ইশ্বর, তাদের কৃতকর্মের ফল কি এসব?
তবে কি শিশুর জন্ম নেয়া ভুল?
মায়ের সন্তান জন্ম দেয়া ভুল?
তাদের সবই যদি ভুল হয়!
তবে সঠিক কে,  হে ইশ্বর?

ইশ্বর তুমি কি আমার বজ্রকন্ঠ শুনতে পাওনা?
নাকি তুমি প্রতিক্রিয়াহীন?

এপিটাফ!
কিছুই সেখানে লিখার নেই হে ইশ্বর!
ধ্বংস করে দাও এ সমাজ!
ধ্বংস হোক এ সভ্যতা!