হাটছি আমি ঘামঝরানো রোদে
ক্ষুধা নেই,তেষ্টা নেই
বিধ্বস্ত দুটি চোখ, উগ্র মন,
ঘুরছি পথে পথে প্রভাত থেকে নিশি'
সূর্য আসে আবার চলে যায়
কেটে যায় কত অজস্র প্রহর;
হেটে যাই আমি অনির্ধারিত লক্ষ্য ধরে
আমার সাথে হেটে যায় এ শহর।
হাটছি আমি মরুভূমির প্রান্তরে
ক্ষুধা নেই, তৃষ্ণা নেই আজও
প্রচুর অশ্রু জমা হয়ে আছে;
হৃৎপিণ্ড হয়ে আছে বিকল
কোথাও প্রাণের চিহ্ন নেই,
কোথাও নেই তৃপ্তির ছাপ
বড্ড একা আজ এই নির্জন প্রান্তরে
শিকল টেনে পরিসমাপ্তির চেষ্টা হোক।
হাটছি আমি দুঃখের প্রান্তরে
ক্ষুধা কি? অশ্রু! সেটা কি?
ঘৃণার পাহাড়ের চূড়ায় আমি
দুমুঠো বিষাদ চাই
দেহে কি আমায় একগুচ্ছ আর্তনাদ?
এক সাগর রক্ত চাই
কেও তাকায়নি, কেও শোনেনি আমায়
অন্ধকার মৃত্যুলোক, শুধু ফিরে তাকায়।