আমার একটা জন্ম হয়েছিলো,
শরতের লাল সূর্যের আলোতে
তার চোখ; আমার কান
তার ঠোট; আমার নিঃশ্বাস
তার মৃতদেহ ; আমার দৈত্যাকার হাসি।

সে একবার জন্ম দিয়েছিলো আমায়, আমি হাহাকার
উচ্চভাষী কন্ঠে আগুন
আমার হেমন্তের আকাশে মেঘ।

হে ইশ্বর, আপনি তাকে দেখেছেন?
তার ঠোঁটে এক আকাশ ছিলো
আমি মরে যাবো!
তার স্কন্ধে আমার প্রাণ;
তার হাতে আমার দেহ!

এ কি মোহ, হে ইশ্বর?
আমি কি তবে মোহের ফাদে?
আমি কি তবে আকাশের প্রেমে পড়েছি?
আমার মৃত্যু হোক!

তার নাম ছিলো নদী,
সেখানে ভেসে বেড়াত ১০১ জন পুরুষ;
সে নদীতে ছিলো একটি পাখি
সে পাখির ছিলো ১০১ টি ডানা,
সেখানে আমি উড়ে বেড়াতাম,
আমি তাকে কক্ষনো চাইনি
তবুও তার অষ্টেপৃষ্ঠে আমি লেগে আছি!



আবার একটা জন্ম হবে,
ল্যাম্প পোস্ট এর নিভু আলোয়,
আমার মৃতদেহ ধরে কান্না করবে
১০১ টা মর্গের সমাজ।