এবার না হয় বিষণ্ণ মন নিয়ে
ভেসে যাবো এক অলৌকিক সমুদ্রে।
সমুদ্রে ঢেউ কেমন?
আমি কি মৃত লাশ হয়ে ভেসে বেড়াবো?
সে জানতোনা, আমারও একটা
কালচে নীল সমুদ্র ছিলো
সেখানে আমি ফেলে দিতাম ,
আমার সকল আক্ষেপ গুলো
সেখানে ভেসে বেড়াতো মিশ্রিত প্রেম।
আমার সমুদ্রে ছিলো এক নীল মৃত পাখী
সে পাখী আমার মন বুঝতো,
আমি তাকে কখনোই ভালোবাসিনি
সে আমায় আগলে রাখতে চাইতো।
সে কি আমায় বুঝতো?
একটা শরতে আমার সমুদ্রে তুফান এসে আছড়ে,
আমার সকল দৈব ভালোবাসা কুড়িয়ে নিলো।
আমি হয়ে গেলাম এক অনুভূতিহীন প্রাণী।
সে আমায় ফেলে দিলো ক্ষুধার রাজ্যে;
আমি আমার ছিন্নবিচ্ছিন্ন মস্তিষ্ক নিয়ে এগিয়ে গেলাম,
ফেরত এলো আর কিছু উচ্ছিষ্ট বাসনা
আমি আমার দেহ তার কাছে নিয়ে গেলাম
ফিরে এলো শুধুই আমার দেহ, অস্তিত্ব হারালাম।
আমার সমুদ্রের সব বেদনা একবার ডুবে গেলো
আমি হয়ে গেলাম এক মৃত গাছ,
আমি সমুদ্র ভুলে বেদনার স্মৃতি মনে করতে লাগলাম
ফিরে এলো এক মহাসাগর অবহেলা।
আমি কখনোই অবহেলা চাইনি, শুধু চেয়েছি অবকাশ।
আমার কাছে ১০১ টা সমুদ্র আছে,
সেখানে রয়েছে অসংখ্য নীল রঙ
নীলে আমার প্রেম কৈশোর থেকে,
কালচে নীল আমার যৌবনের প্রেম
প্রেমের শেষ নীল দিয়েই হতো, তবুও
কালোর মতো নিজের দাগ দেখাতাম না।
নীলের একটা বৈশিষ্ট্য আছে
সে কখনো নিজে সমাপ্ত হবেনা, যদি না চাও।