কবিতার আসরের ভার্চুয়াল অনুষ্ঠান (০২ অক্টোবর, ২০২১)Vitua3
প্রিয় কবিবন্ধু, আমরা পরস্পর দূরে থেকেও কাছে থাকতে চাই। তাই, নিয়মিতভাবে গুগল মিট (Google Meet) এর মাধ্যমে অনলাইনে (ভার্চুয়াল) কবিতার আসর হচ্ছে। কবিবন্ধুদের সাথে পরস্পরের পরিচিতি, সাহিত্য আলোচনা এবং কবিতা পাঠের অনুষ্ঠান আগামী ০২ অক্টোবর, ২০২১, শনিবার; বাংলাদেশ সময় সন্ধ্যা ৮-০০ ঘটিকায় এবং ভারতীয় সময় সন্ধ্যা ৭-৩০ মিনিটে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। আপনি আমন্ত্রিত। যারা Google Meet ফরম পূরণ করে পাঠিয়েছেন, তাদের সকলকে অনুষ্ঠানের কোড নম্বর যথাসময়ে ইমেইলে জানিয়ে দেয়া হবে।
বিজ্ঞপ্তিটি ৯৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৮/০৯/২০২১, ০৫:২৩ মি: