রিভিউ কি কবিতার সঠিক মান নির্ণয়ে সক্ষম?
না। শুধুমাত্র রিভিউয়ের উপর ভিত্তি করে একটি কবিতার মান নির্ণয় করা সম্ভব নয়; তা' আমরা বিশ্বাস করি। তাই, কবিতার রিভিউ সবার সামনে উন্মুক্ত করা হয় না। তবে, একটি কবিতার উপর যতো বেশি বিজ্ঞজন (রিভিউয়ার) তাদের রেটিং দিবেন; তার গড় ফলাফল কবিতাটির সঠিক মানের ততোই কাছাকাছি যাবে বলে আমরা বিশ্বাস করি। তাই সম্মানিত রিভিউয়ারদের প্রতি অনুরোধ থাকবে, যতো বেশি সম্ভব কবিতায় আপনার নিজস্ব রিভিউ যোগ করুন।।
রিভিউ কি কাজে আসবে?
প্রথমতঃ রিভিউ-এর উপর ভিত্তি করে আসরের মূল পাতায় প্রতি সপ্তাহের বাছাইকৃত কিছু কবিতার তালিকা দেখানো সম্ভব।
দ্বিতীয়তঃ প্রতিদিনের ভালো রেটিং পাওয়া কবিতাগুলো স্বয়ংক্রিয়ভাবে আমাদের ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করা সম্ভব। এতে করে, আমাদের সোশ্যাল মিডিয়ার পাঠকেরাও অপেক্ষাকৃত ভালো মানের কিছু কবিতা পাঠ করতে পারবেন এবং পাশাপাশি কবিতাটির প্রচারণাও হবে।
তৃতীয়তঃ আসরের পক্ষ থেকে প্রিন্ট মিডিয়ায় বই বা ম্যাগাজিন প্রকাশের ক্ষেত্রে প্রতিবার আসরে বিজ্ঞপ্তি দিয়ে সবার কাছ থেকে কবিতা সংগ্রহ করা হয়। সেগুলো থেকে ভালো মানের কবিতা বাছাই করা সময় সাপেক্ষ হয়ে যায় এবং নানা বিতর্কও সৃষ্টি হয়। তাই, ভবিষ্যতে রিভিউ-এর রেটিং দেখে ভালো মানের কবিতা বাছাই করতে পারাটা পুরো পদ্ধতিকে সহজ ও দ্রুতগতিতে হবে বলে আমরা মনে করি।
বাংলা কবিতা ডট কমের কবিতার রিভিউ কার্যক্রম সুন্দর ও সাবলীলভাবে পরিচালনার উদ্দেশে মোট ২৫০ জন কবিকে রিভিউয়ার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কিন্তু, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে; লক্ষ্য করা গিয়েছে যে, বর্তমানে অনেকেই তাঁদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না বা করছেন না।
উদাহরণস্বরূপ, গত ২০/০১/২০২১ তারিখে সর্বমোট ১১৭ টি কবিতা প্রকাশিত হয়েছে;
তন্মধ্যে, থেকে মাত্র ১ জন সম্মানিত রিভিউয়ার ১০ টি কবিতায় তার নিজস্ব রিভিউ প্রদান করেছেন।
যারা নিয়মিতভাবে দায়িত্ব পালন করতে চান না; দয়া করে, সে সকল সম্মানিত কবিগণ স্বেচ্ছায় দায়িত্বপূর্ণ পদ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
অন্যথায়, যারা দীর্ঘদিন যাবৎ তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন না; ওয়েবসাইটের কার্যক্রম সুষ্ঠু ও যথাযথভাবে পরিচালনার জন্য, তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। এবং যারা স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করতে ইচ্ছুক; তাদেরকে রিভিউয়ারের দায়িত্বসহ এবং পরিচালনা পর্ষদের (এডিটর+মডারেটর) দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ জন্য বর্তমানে দায়িত্বপ্রাপ্তদের মধ্য থেকে কাউকে বাদ দিলে, মনঃক্ষুন্ন না হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।
যে সকল কবিগণ স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে বাংলা কবিতা ডট কমের রিভিউয়ারের কার্যক্রমসহ পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনে ইচ্ছা পোষণ করেন; তারা আশাব্যক্ত করে ''যোগাযোগ করুন'' এর মাধ্যমে এডমিন বরাবর ''নিজের নাম ও লগইন নাম'' লিখে বার্তা পাঠানোর জন্য অনুরোধ জানানো হলো।
বিঃদ্রঃ- যারা পরিচালনা পর্ষদের সদস্যের দায়িত্ব পালনে ইচ্ছুক; তারা তাদের প্রোফাইল যথাযথ তথ্য দিয়ে আপডেট করে নেবার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে- এডমিন।