কবি সত্য ও সুন্দরের প্রতিনিধি। কবির গোপন করার কিছুই নেই। কবি আকাশের মতো নির্মল; ধরণীর ন্যায় সর্বংসহা। কবির জন্মের পর মৃত্যু নেই। কবির উত্থান আছে, ধ্বংস নেই। কবি সাদামনের একজন মানুষ এবং চিরঞ্জীব।
কবি অন্ধকারের ভেতরে প্রজ্বলিত করেন আলোর বিচ্ছুরণ- তমসাবিনাশী বিদ্যুতশিখা! পুঁথিগন্ধময় অপ্রেমের ভেতরে সৃষ্টি করেন মন ভালো করার অজস্র পুষ্পের সৌরভ। দু'হাত ছড়িয়ে দিয়ে একজন কবিই দৃপ্তকণ্ঠে বলতে পারেন- 'আমি ঈশ্বরের প্রতিনিধি; আমি ঈশ্বরের কথা কই...'
কবি কখনোই নিজেকে আড়াল করে রাখতে পারেন না। তাই (অনুরোধ), আপনি আপনাকে প্রকাশ করুন; নিজেকে তুলে ধরুন প্রকাশ্যে। আপনার প্রোফাইলখানা যথাযথভাবে সম্পাদনা করে হালনাগাদ তথ্যগুলো সন্নিবেশিত করে, নিজের পরিচিত তুলে ধরুন। প্রোফাইলে আপনার নিজের ছবি সেঁটে দিন (নিয়মাবলী- ধারা জ (৪) দ্রষ্টব্য)। এতে আপনার সাথে অপরাপর কবিদের মাঝে একটি সুন্দর ও আত্মিক সম্পর্ক গড়ে উঠবে আশা করি।
এই অতিমারি করোনার দুর্যোগকালীন সময়ে যথাযথভাবে নিজেকে সুরক্ষিত রাখুন। শুভ কামনা সকলের প্রতি।
শুভেচ্ছান্তে,
কবীর হুমায়ূন
মোবাইল/হোয়াটসঅ্যাপ- +৮৮০১৭৩৩ ৯৯০৯৬৫