আগামী ১৭ মার্চ, ২০১৮ রোজ শনিবার বিকেল ৪-০০ ঘটিকায় ''মাসিক কবিতার আসর # ০১'' অনুষ্ঠিত হবে। ''মাসিক কবিতার আসর# ০১ ''-এর আসর কবি-  কবি আসফাকুর রহমান পল্লব এবং আসর সভাপতি- কবি অনিরুদ্ধ বুলবুল। স্থান- ৩৩৮/১, আহম্মদ নগর, মিরপুর-১, ঢাকা।

আপনি সবান্ধব আমন্ত্রিত।



কবিতার আসরের পথ নির্দেশনাঃ-
ঢাকার মিরপুর-১ এর বাস স্ট্যাণ্ডের কাছে 'কিয়াংসি চাইনিজ ও পার্টি সেন্টার' (চাইনিজ রেস্ট্রুরেন্ট নামে খ্যাত)-এর অপজিট দিকের রাস্তা (পুরো রাস্ত জুড়ে একটি সাইনবোর্ড আছে- 'বশিরউদ্দিন আদর্শ স্কুল এণ্ড কলেজ') দিয়ে এগিয়ে গেলেই হাতের ডানদিকের তৃতীয় গলি 'মনিরউদ্দিন জামে মসজিদ' (মসজিদ রোড নামে খ্যাত)। এই মসজিদ রোড দিয়ে সামান্য এগিয়ে গেলেই হাতের বামদিকের প্রথম গলির দ্বিতীয় বাড়ি।