প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার নিয়মিতভাবে 'মাসিক কবিতার আসর' অনুষ্ঠিত হয়। আগামী ২১ এপ্রিল, ২০১৮, শনিবার, বিকাল ৪ টায়, ৩৩৮/১, আহম্মদ নগর, পাইকপাড়া, মিরপুর-১, ঢাকায় 'মাসিক কবিতার আসর # ০২' অনুষ্ঠিত হবে।
আপনি সবান্ধব আমন্ত্রিত। অনুগ্রহপূর্বক, আপনার উপস্থিতি মন্তব্যে প্রকাশ করুন।
আসর কবি- মোঃ ফিরোজ হোসেন
আসর সভাপতি- মুহাম্মদ মনিরুজ্জামান
বিশেষ দ্রষ্টব্যঃ- আপনি ''মাসিক কবিতার আসর''-এর ''আসর কবি'' হতে ইচ্ছাপোষণ করলে; আগ্রহ প্রকাশ করে a.bangladesh3@yahoo.com -তে ইমেইল প্রেরণ করুন। উক্ত ইমেইলে আপনার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত উল্লেখপূর্বক, কাব্যগ্রন্থ প্রকাশনা সংক্রান্ত তথ্যাবলিও তুলে ধরবেন। প্রাপ্ত কবিদের নামের তালিকা থেকে ''মাসিক কবিতার আসর'' কমিটিতে আলোচনা করে, প্রতি মাসের অনুষ্ঠানে একজন কবিকে ''আসর কবি'' হিসেবে ''মাসিক কবিতার আসর''-এর মূখ্য কবি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।