প্রিয় কবিবন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক।
আমরা চাই না, নিয়মভঙ্গের কারণে বাংলা কবিতা ডটকম-এর কোন সদস্যের পোস্টকৃত লেখা ব্যান হোক। তাই, আপনাকে অনুরোধ করছি, যে কোন লেখা পোস্ট করার আগে, দয়া করে, এ ওয়েবসাইটের নিয়মাবলী (https://www.bangla-kobita.com/info/rules/ ) ভালো করে পাঠ করুন। মনে রাখবেন, নিয়ম বহির্ভূত যে কোন লেখাকেই নিরুৎসাহিত করা হয়।
অনেক সময় কোন পোস্ট বা অভিযোগ সম্পর্কে সত্যতা জানার জন্য অথবা কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনে, অত্র ওয়েবসাইটের এডমিনগণ আপনার সাথে যোগাযোগ করতে চান। কিন্তু যথাযথ মাধ্যমের অভাবে তা সম্ভবপর হয়ে উঠে না। সেই লক্ষ্যে আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনার প্রোফাইল যথাযথ তথ্য দিয়ে হালনাগাদ করাসহ হোয়াটসএ্যাপ মোবাইল ফোন নম্বর (কাণ্ট্রি কোডসহ) প্রদান করুন (ওয়েবসাইটের এডমিন এবং আপনি ছাড়া আর কেউই এই ফোন নম্বার দেখতে পাবে না)। ধন্যবাদ এবং শুভ কামনা আপনার প্রতি।
bangla-kobita.com শুধুমাত্র অনলাইন পোর্টাল নয়; এটি কবিদের একটি পরিবার।