আসর কবি কবীর হুমায়ূনের পোস্ট - 'ঈদ পুনর্মিলনী ও কবিতার আসর' অনুযায়ী, আগামী ২২ জুন, ২০১৮, শুক্রবার, বিকাল ৩-৩০ ঘটিকায় বাংলা কবিতার কবিদের ''ঈদ পুনর্মিলনী ও কবিতার আসর'' ঢাকার মিরপুর-১ এ অবস্থিত 'তিন তারা' মানের 'গ্রান্ড প্রিন্স হোটেল' ( GRAND PRINCE HOTEL)-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। উক্ত হোটেল থেকেই উপস্থিত কবি ও অতিথিবৃন্দকে বৈকালিক আপ্যায়ন ও রাতের খাবার (ডিনার) সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তাই, উপস্থিতির সংখ্যা ২০/০৬/২০১৮ তারিখের পূর্বেই হোটেল কর্তপক্ষকে জানিয়ে দিতে হবে।

তাই, আপনার উপস্থিতির ইচ্ছাটি মন্তব্যের মাধ্যমে তুলে ধরুন। বাংলা কবিতা ওয়েবসাইটে 'লগইন'পূর্বক আপনার উপস্থিত থাকার ইচ্ছার কথাটি আসর-কবি কবীর হুমায়ূন-এর আলোচনার পাতায় প্রদত্ত পোস্ট 'ঈদ পুনর্মিলনী ও কবিতার আসর' (লিঙ্ক- https://www.bangla-kobita.com/kabir/eid-punarmiloni/)-তে স্পষ্ট মন্তব্যের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো ।

আশা করি, আপনার উপস্থিতি কবিতার আসরকে আরো মাধুর্যময় ও প্রাণবন্ত করে তোলবে। আসন সংখ্যা সীমিত।


উল্লেখ্য যে, আমাদের বাংলা কবিতার ডট কম-এর কবি খলিলুর রহমান-এর সৌজন্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।