অন্যের একাধিক কবিতা (ফেসবুক ও কবিতার আসর থেকে) চুরি করে নিজের নামে বাংলা কবিতা ডটকমের কবিতার আসরে প্রকাশ করায়, ইন্দ্রজিৎ কুমার বিশ্বাসের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছিলো। কিন্তু তিনি যথাসময়ে এ ব্যাপারে কোন জবাব দেননি।
ইন্দ্রজিৎ কুমার বিশ্বাসের প্রকাশিত কবিতার অনেকগুলো কবিতা, যা অন্য কবির লেখা হিসেবে প্রমাণিত হয়েছে। এ ওয়েবসাইটের নিয়মানুযায়ী সনাক্তকৃত সেই কবিতাগুলো ব্যান করা হয়েছিলো। এ ব্যাপারে বাংলা কবিতা ডটকম-এর সম্মানিত কয়েকজন সদস্য কবি তাঁদের শ্রম ও সময় ব্যয় করে আমাদেরকে সঠিক তথ্যাবলী প্রদান করেছেন। তাঁদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
এডমিন প্যানেলের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কবিতা-চোর হিসেবে সনাক্ত ও অভিযুক্ত করে ওয়েবসাইটের নিয়মাবলীর খ (৩) ধারা মোতাবেক ইন্দ্রজিৎ কুমার বিশ্বাসকে বাংলা কবিতা ডটকম হতে স্থায়ীভাবে ব্যান করা হলো।
স্মর্তব্য যে, যে কোন কবির নামে কবিতা চুরির অভিযোগ যাচাই-বাছাই করার পর প্রমাণীত হলে; অবশ্যই তাকে বাংলা কবিতা ডটকম ওয়েবসাইট থেকে ব্যান করা হবে। এ লক্ষ্যে কবিতার আসরের সকল কবিবন্ধুদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে, কোন কবির কবিতায় এমন অভিযোগ থাকলে; ''কবিতাটি নিয়ে অভিযোগ দিন'' লাল রঙের বাটনে ক্লিক করে প্রমাণের লিঙ্কসহ অভিযোগ করুন। অভিযোগকারীর নাম কখনই প্রকাশ করা হয় না।