কবি পল্লব আশফাক (আশফাকুর রহমান পল্লব) অসুস্থ হয়ে হাসপাতালেAshfaqasustha
কবি পল্লব আশফাক (আশফাকুর রহমান পল্লব) এবং বাংলা কবিতা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও এডমিনের সাথে ফোনে যোগাযোগের পর জানতে পারলাম, তিনি আজ ৫ দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। করোনা থেকে নিউমোনিয়া হয়ে গিয়েছিলো। এখন কিছুটা আরোগ্যের পথে। পুরোপুরি সুস্থ হতে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে ডাক্তার জানিয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য পরম করুণাময় স্রষ্টার কাছে প্রার্থনা করি, কবিকে যেন দ্রুত আরোগ্য দান করেন এবং তাঁর পরিবারকে নিরাপদে রাখেন। আমিন।
বিজ্ঞপ্তিটি ২৩২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৯/১২/২০২০, ১২:৪৩ মি: