বাংলা-কবিতা আসরের কবিবন্ধুদের অবগতির জন্য ঘোষণা করা যাচ্ছে যে, বাংলা-কবিতার কবি সম্মেলন-২০২০-এর রেজিস্ট্রেশন সময়সীমা ২০ জানুয়ারি ২০২০ পর্যন্ত নির্ধারণ করা হলো।
বাস্তবতা এই যে, হাতে সময় বেশি থাকাতে এখনো পর্যন্ত স্বদেশী (বাংলাদেশী) কবিবন্ধুদের রেজিস্ট্রেশনের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে উপস্থিতির বিষয়ে কোন ধারণাই পাওয়া যাচ্ছে না। অথচ, কবি সম্মেলনে,২০২০-এ অংশগ্রহণকারী সকল কবিবন্ধুদের জন্য মেমেন্টো/উপহার, সকাল-বিকালের নাস্তাসহ দুপুরের খাবার... ইত্যাদির ব্যবস্থা করতে যেমন হাতে পর্যাপ্ত সময় থাকা প্রয়োজন, তেমনি উপস্থিতির সংখ্যাটিও নিশ্চিত হওয়া প্রয়োজন। অতএব, আয়োজকদের সিদ্ধান্ত হলো- আগামী ২০ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
এমতাবস্থায়, সম্মানিত কবি বন্ধুদেরকে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, রেজিস্ট্রেশন করার নিয়মাবলী গত ৯/১২/২০১৯ তারিখে আলোচনার পাতায় কবি অনিরুদ্ধ বুলবুল-এর পোস্ট- ''প্রসঙ্গ : কবি সম্মেলন-২০২০'' এ বিস্তারিতভাবে বলা হয়েছে।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকল কবিবন্ধুদের।
যে কোন প্রকার তথ্যের জন্য যোগাযোগ করুন-
অনিরুদ্ধ বুলবুল- ০১৯১১-৩৮৫ ৯৫৫
কবীর হুমায়ূন- ০১৭৩৩-৯৯০ ৯৬৫
বিশেষ দ্রষ্টব্য- কপি-পেস্টের সুবিধার জন্য মন্তব্যের ঘরে কবি অনিরুদ্ধ বুলবল-এর পোস্ট- 'প্রসঙ্গ : কবি সম্মেলন-২০২০' লিঙ্ক দেয়া হলো।