আলোচনা বিভাগে উদ্ভূত বিতর্কমূলক পরিস্থিতির উপর নজর রেখেছিলাম আমরা। মূলতঃ কবিতা নয় অথচ কবি কিংবা কবিতার সাথে প্রাসঙ্গিক, এমন বিভিন্ন বিষয় নিয়ে কবিদের পারস্পরিক পরিচিতি ও আলোচনার জন্যই এই বিভাগটি। সেখানে আলোচনার পরিবেশে আসরের ভাবগাম্ভীর্য ভঙ্গ ও সৌজন্যশীল পরিবেশ বিঘ্নিত করার দায়ে রনি সাহা নামক সদস্য একাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হল। একই সাথে যেহেতু বিভিন্ন সময়ে লগইন-এর ধরণ ও আইপি এড্রেসের অভিন্নতা থেকে এটা উপলব্ধ হয় যে, সৌমেন চৌধুরী এবং রনি সাহা একই ব্যক্তি, তাই উক্ত নামের সদস্য একাউন্টও সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হল। আগামী দিনে রনি সাহা যদি তার অসহনশীল আচরণের জন্য আমাদের যথাযথ উপায়ে জানান ও অনুরূপ আচরণের পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিজ্ঞা করেন, তাহলে তার যে কোন একটি একাউন্ট সক্রিয় রাখার ব্যাপারে আমরা বিবেচনা করে দেখব।
এই বিজ্ঞপ্তির মাধ্যমে আসরের সমস্ত সদস্য-সদস্যাকে পারস্পরিকভাবে সহনশীল, সৌজন্যপূর্ণ ও সুন্দর আচরণ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। যারা নতুন এবং এখনও আমাদের সমস্ত নিয়মাবলী পড়ে দেখেননি, তাদেরকে অবিলম্বে আসরের নিয়মাবলী দেখে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
সৃজনশীল এই আসরে সুন্দর পরিবেশ সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা সর্বদা সচেতন। আসরে সৃষ্টিসুখের উল্লাস অমলিন রাখার স্বার্থে যে কোন রকম অসুন্দর আচরণ ও অসৌজন্যতাকে আমরা যে কোন মূল্যে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের যে কারো নজরে কোনরকম অশোভন আচরণ ধরা পড়লে, অবিলম্বে আমাদের যোগাযোগের মাধ্যমে জানান।