আমাদের আসরেই প্রকাশিত, কবি মোঃ সাইফুল ইসলামের কবিতা 'আমি গর্বিত' হুবহু অনুকরণ করে নিজের নাম দিয়ে 'গর্বিত' শীর্ষক কবিতা প্রকাশের দায়ে এবং আরো কিছু কবিতায় অনুকরণের উপযুক্ত প্রমাণ পাওয়ায় আমাদের কবিতার আসর থেকে রুমান মোহাম্মদ নামক সদস্যের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। একইভাবে উক্ত রুমান মোহাম্মদেরই প্রকাশিত 'ইচ্ছে করে' শীর্ষক কবিতা অনুকরণ ক'রে আসরে প্রকাশের দায়ে রাকিবুল হাসান চৌধুরী নামক সদস্যের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।
এছাড়াও উল্লেখ্য, সম্প্রতি একই রকম অনুকরণের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় আমাদের আসর থেকে অঙ্কুর মজুমদার ও মো:শরিফুল ইসলাম তুহিন নামক দুই সদস্যের অ্যাকাউন্ট আমরা ব্যান করে দিয়েছি।
লেখা কোনভাবেই অন্য কারো লেখার পুরোপুরি কিংবা আংশিক কপি হওয়া চলবে না। লেখার মূল বক্তব্য অবশ্যই লেখকের নিজস্ব হতে হবে। এখানে সবার প্রকাশিত লেখার মৌলিকতা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয় না। এ ব্যাপারে সদস্য/সদস্যাদেরই দায়িত্ব বর্তায় কেবলমাত্র মৌলিক রচনা পোস্ট করার ব্যাপারে। এর কোনরকম অন্যথা আমাদের গোচরে এলে অবিলম্বেই ব্যবস্থা নেওয়া হবে।
আসরে শুধুমাত্র নিজের স্বরচিত কবিতা প্রকাশ করতে হবে। অন্য কারও কবিতা সেই কবির নামেও প্রকাশ করা যাবে না। তেমন কোন ঘটনা আমাদের নজরে এলে সদস্যের পুরো একাউন্ট ব্যান করে দেয়া হবে বিনা নোটিসে।