আপনারা জানেন যে আমরা এই ওয়েবসাইটে নিয়মিত গুগলের বিজ্ঞাপন দেখাতাম। বাংলা-কবিতা ওয়েবসাইটের সার্ভারের ব্যয় সহ আনুষঙ্গিক অন্যান্য খরচের একটা অংশ উঠে আসতো এই বিজ্ঞাপনের আয় থেকে। কিন্তু কিছুদিন যাবত দেখছি যে এসব বিজ্ঞাপন প্রদর্শনের জন্য গুগল অতিরিক্ত যে কোড ব্যবহার করে থাকে, তার প্রভাবে এই সাইটের ওয়েব পেজগুলো বেশ ধীর গতিতে লোড হচ্ছে। অল্প কিছু অর্থ আয়ের জন্য সাইটের পারফর্মেন্স এভাবে খারাপ করাটা মোটেই কাম্য নয়। তাই সব দিক বিবেচনা করে আজ থেকে গুগলের বিজ্ঞাপন দেখানো বন্ধ করা হয়েছে। তবে পরবর্তীতে স্পন্সর ভিত্তিক বাছাইকৃত (এবং সম্ভব হলে সাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক) বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা আছে। কারণ ব্যক্তিগত সংস্থানে এমন একটি সাইটের ব্যয়ভার অনির্দিষ্টকালের জন্য বহন করা সম্ভব না।
এছাড়া সময়ের সাথে সাথে সাইটের ডাটাবেজে লাখ লাখ কবিতা জমা হয়েছে, সেই সাথে তারও অনেক গুণ বেশি মন্তব্য। এর ফলেও সাইটের পারফর্মেন্স দেখা যাচ্ছে আগের চেয়ে কিছুটা ধীরগতির হয়ে গেছে। তাই ২০২২ সালের মধ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করে আরও দ্রুতগতির প্লাটফর্ম হিসেবে নতুনভাবে এই সাইটটি তৈরির পরিকল্পনা ব্যক্ত করছি।