আগামী ১৪ই ফেব্রুয়ারি একুশে বইমেলা প্রাঙ্গণে আমরা "শতরূপে ভালোবাসা" বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের পরিকল্পনা করছি। (তবে আরও আগেই বইটি জাগৃতি প্রকাশনীর স্টলে কেনার জন্য পাওয়া যাবে।) একুশে বইমেলার নজরুল মঞ্চে সকাল ১০টা থেকে মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা শুরুর পরিকল্পনা আমাদের। আসরের যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে এবারের বইমেলায় যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের আমন্ত্রণ জানাচ্ছি ১৪ই ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে বইমেলার নজরুল মঞ্চের আশেপাশে উপস্থিত থাকার জন্য।


যারা মোড়ক উন্মোচনের সময় সেখানে থাকতে পারবেন (কিংবা থাকতে ইচ্ছুক) তারা দয়া করে এই বিজ্ঞপ্তির মন্তব্যে তা আমাদের জানান। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেবার চেষ্টা করবো। ধন্যবাদ।