আসরের কবিদের ভালোবাসার ১০০টি কবিতা নিয়ে প্রকাশিত আমাদের প্রথম কবিতার বই "শতরূপে ভালোবাসা" বর্তমানে ঢাকার একুশে বইমেলায় জাগৃতি প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। স্টল নং - ১৮৩, ১৮৪, ১৮৫।
এছাড়াও ঢাকা কিংবা বাংলাদেশের বাইরে থেকে কেউ বইটি সংগ্রহ করতে চাইলে নিচের লিঙ্ক থেকে অনলাইনে অর্ডার দিতে পারবেন:
http://ancbooks.com/BookDet.asp?Bookid=17294
যদিও বইটি বইমেলার শুরু থেকেই জাগৃতির স্টলে কিনতে পাওয়া যাচ্ছে, আগামী ১৪ই ফেব্রুয়ারি বইমেলায় "শতরূপে ভালোবাসা"-র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের পরিকল্পনা করা হয়েছে। সম্ভব হলে সেদিন সকাল ১০টা থেকে বইমেলা প্রাঙ্গণে থাকার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের।