ফেব্রুয়ারীর ১ হতে নিয়ে ২১ তারিখ পর্যন্ত আয়োজিত 'বাংলা আমার ভাষা' প্রতিযোগীতায় অংশগ্রহণকারী এবং তাদের উৎসাহপ্রদানকারী সবাইকে বাংলা-কবিতা ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই প্রতিযোগীতায় মোট ৪৬ জন কবি ১০৯টি কবিতা জমা দিয়েছেন। যেসব কবিতা ইতিমধ্যে অন্য কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, কিংবা যেখানে 'বাংলা আমার ভাষা' কথাটি উল্লেখ করা হয়নি, সেগুলোকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
প্রত্যেকেই চমৎকার লিখেছেন। বাংলা ভাষা ও আমাদের কৃষ্টি-কালচারের প্রতি আমাদের হৃদয়ের সুগভীর টান ফুটে উঠেছে প্রতিটি কবিতায়। প্রতিটি কবিতাই সেরা হওয়ার দাবী রাখে। আর এজন্যই আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী ৩টি সেরা কবিতা বাছাইয়ের পরিবর্তে ১০টি কবিতাকে সেরা হিসাবে বাছাই করার সিদ্ধান্ত নিয়েছি। সেরা কবিতা বাছাইয়ের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করা হয়েছে, তা হলোঃ
বানান ও ভাষার গাঁথুনী - ৩০%
কবিতার বিষয়বস্তু - ৪০%
এডমিন-দের রেটিং এর গড় - ২০%
মন্তব্যের মাধ্যমে রেটিং এর গড় - ১০%
এই নিয়ম অনুযায়ী সেরা কবিতা বাছাইয়ে অনেক কবিরই একাধিক কবিতা সেরার তালিকায় উঠে এসেছে। কিন্তু অন্য কবিদের লেখাগুলোকেও সেরার তালিকায় স্থান দেয়ার জন্য আমরা প্রতি কবির শুধুমাত্র একটি করে কবিতা সেরা থেকে বাছাই করে নিয়েছি।
'বাংলা আমার ভাষা' প্রতিযোগীতার সেরা ১০টি কবিতা হলোঃ
১) ফিরে দেখা - সিতু
২) বাংলা আমার ভাষা - ফেরিওয়ালা
৩) আমিই সালাম, বরকত, রফিক - প্রিয়তোষ পাঠক
৪) বাংলা আমার ভাষা বড় গর্বের - সৌভনিক
৫) দুই বাংলার কবিতা - সুদীপ তন্তুবায় (নীল)
৬) শহীদ মিনার হৃদয় আমার - কবীর হুমায়ূন
৭) বাংলা ভাষা - অহনা
৮) বাংলা ভাষা - শরিফুন আরা
৯) বর্ণমালার ক্ষোভ! - আহমাদ সাজিদ (উদাস কবি)
১০) বাহান্নর একুশে রচিত - মহিউদ্দিন হেলাল
পুরো মার্চ মাস এই দশটি কবিতার লিঙ্ক বাংলা-কবিতা ওয়েবসাইটের প্রতিটি পাতায় আলাদাভাবে দেখানো হবে। সুন্দর একটি প্রতিযোগীতা উপহার দেয়ার জন্য অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।