ইতিপূর্বে নানা সময় একাধিক আইডি নিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কবিতার আসরে কারও একাধিক আইডি বাঞ্ছনীয় নয়। বিশেষ কারণে কারও একাধিক আইডি তৈরি করতে হলে তা অবশ্যই ইমেইলের মাধ্যমে এডমিনকে জানিয়ে অনুমতি সাপেক্ষে করতে হবে। এডমিনের অজ্ঞাতসারে একাধিক আইডি ব্যবহার করছে এমন কেউ ধরা পরলে তার সব ক'টি আইডি ব্যান করা হয় সাধারণতঃ।

শিঘ্রই আমরা একাধিক আইডি বাছাই শুরু করতে যাচ্ছি। কেউ যদি উপযুক্ত কারণে একাধিক আইডি খুলে থাকেন এখানে, তাদের ২২শে জুলাইয়ের মধ্যে কারণ জানিয়ে আমাদের ইমেইল করার পরামর্শ দিচ্ছি। যাদের গ্রহণযোগ্য কারণ থাকায় একাধিক আইডি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে, তাদের ছাড়া অন্য কারও একাধিক আইডি পাওয়া মাত্র সব ক'টি আইডি ব্যান করা হবে ২২শে জুলাইয়ের পর থেকে।

ডুপ্লিকেট আইডি যাঁচাইয়ের জন্য প্রত্যেকের আইপি এড্রেস, ব্রাউজারের তথ্য, কুকিতে সংরক্ষিত তথ্য ইত্যাদি যাঁচাইএর পাশাপাশি লেখার ধরণও মিলিয়ে দেখা হবে।


বিঃ দ্রঃ - বরষার আয়োজনে যাদের লেখা ভুলবশতঃ তালিকায় দেখানো হয়নি, সেগুলো তালিকায় যোগ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রতিটি বিচারককে সব লেখার তালিকা ইমেইল করা হবে কিছুদিনের মধ্যেই। বিচারকদের ফলাফল পেলে তারপর তা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।