নতুন নতুন নানা ফিচার সহ বাংলা-কবিতা ওয়েবসাইটের নতুন ভার্সন উদ্বোধনের জন্য নতুন করে তারিখ নির্ধারিত হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১৪ই এপ্রিল (১লা বৈশাখ ১৪২৪) নতুন সাইটের উদ্বোধন করা হবে। বর্তমান ওয়েবসাইটের সব তথ্য নতুন ওয়েবসাইটে স্থানান্তরের জন্য লম্বা সময়ের প্রয়োজন। সেজন্য ১৩ই এপ্রিল কোন এক সময় বাংলা-কবিতার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করা হবে। সকল তথ্য স্থানান্তর এবং নতুন ওয়েবসাইটের কার্যকারিতা যাচাই শেষে ১৪ই এপ্রিল নতুন ওয়েবসাইট চালু হবে।

নতুন ওয়েবসাইট ব্যবহারের জন্য সদস্য হিসাবে আপনাদের আলাদা কিছু করতে হবে না। একই লগইন নাম ও পাসওয়ার্ড দিয়েই লগইন করা যাবে। সকলের এপর্যন্ত প্রকাশিত সকল কবিতা, আলোচনা ও আবৃত্তি সহ সবার মন্তব্যও আগের মতোই থাকবে। তবে প্রোফাইলের ছবি সকলকে নতুন করে আবারও দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী প্রোফাইলে শুধুমাত্র নিজের ছবি দেয়া যাবে। এছাড়াও যেহেতু ওয়েবসাইটের ফিচার সহ আভ্যন্তরীণ কাঠামোতে আমূল পরিবর্তন হচ্ছে, ইতিপূর্বে সংরক্ষিত সব তথ্যই যে আগের মতো থাকবে এমন নিশ্চয়তা দেয়া সম্ভব হচ্ছে না। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে:

আপনারা ১২ই এপ্রিলের  মধ্যে এই ওয়েবসাইটে প্রকাশিত আপনাদের সকল কবিতা ও অন্যান্য লেখা কপি করে নিজের কাছে রেখে দিবেন। পরবর্তীতে অনাকাংক্ষিত কোন কারণে কারও কোন কবিতা বা লেখা মুছে গেলে সেজন্য বাংলা-কবিতা কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নতুন ওয়েবসাইটের নতুন ফিচারগুলো সম্পর্কে জানতে চাইলে আমাদের ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি "নতুন আঙ্গিকে বাংলা-কবিতা ডট কম" দেখতে পারেন। লিঙ্ক:

https://www.bangla-kobita.com/admin/notun-angike-bangla-kobita-dotcom/

বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফিচারগুলোর মাঝে যেগুলোর পাশে ✅ চিহ্ন আছে, সেগুলোর সবই থাকবে এই নতুন ওয়েবসাইটে।

এছাড়াও সাইটের ফিচার নিজে টেস্ট করতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন:

*****

টেস্ট করার জন্য এখানে আপনি নতুন একাউন্ট তৈরি করতে পারেন। এখানে যোগ করা সব তথ্যই সাময়িক এবং নতুন ওয়েবসাইট উদ্বোধনের আগে সেগুলো সব মুছে ফেলা হবে।

ধন্যবাদ।