আমাদের এবারের একুশে বইমেলায় প্রকাশিত কবিতার বই শতরূপে ভালোবাসার বেশ কিছু কপি আসরের কবি অজিতেশ নাগের কাছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের কেউ যদি বইটি সংগ্রহ করতে চান তবে তাঁর সাথে যোগাযোগ করতে পারেন। অজিতেশ নাগের মুঠোফোনের নাম্বার ৯৯০৩০ ২২২২২।

বইটির বিক্রয়মূল্য বাংলাদেশী মুদ্রামানে ২১৫ টাকা হলেও ভারতীয় রূপীতে ১৫০ রূপী নির্ধারণ করা হয়েছে।

ধন্যবাদ।