সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!
১৪২৪ সালের শুরু থেকে শুরু হল বাংলা-কবিতার নতুন ওয়েবসাইটের যাত্রা। আগের সকল সক্রিয় সদস্যের একাউন্ট এবং তাদের সব কবিতা, আলোচনা, আবৃত্তি ও মন্তব্য আগের মতোই আছে। একই লগইন নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। কোন কারণে লগইন করতে সমস্যা হলে, অথবা নতুন ওয়েবসাইটের কোথাও কোন ভুল বা সমস্যা চোখে পড়লে যোগাযোগের পাতা থেকে আমাদের জানাবেন দয়া করে। যারা একটু সময় দিতে পারবেন, তাদের কাছে অনুরোধ থাকবে নতুন ওয়েবসাইটের প্রতিটি পাতা ও ফিচার যাচাই করে কোথাও কোন সমস্যা পাওয়া যায় কিনা তা আমাদের জানাতে। ইমেইলের পাশাপাশি এই বিজ্ঞপ্তির মন্তব্যেও সমস্যাগুলো জানাতে পারেন আপনারা।
লগইন করার পর প্রত্যেকেই আপনার প্রোফাইলের ছবিটি আপডেট করে নিতে পারেন। এছাড়াও প্রোফাইলে আরও নতুন কিছু তথ্য দেখায়, যা আপনার প্রোফাইল সম্পাদনার পাতায় গিয়ে আপডেট করতে পারবেন। লগইন করার পর উপরের মেনুতে "সদস্য" নামে একটি মেনু দেখায়। এই মেনুর অধীনে প্রোফাইল সম্পাদনা ছাড়াও সদস্যের প্রয়োজনীয় আরও কিছু লিঙ্ক দেখায়।
সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।