আসরে সম্প্রতি প্রিয় কবির তালিকা তৈরির ব্যবস্থা যোগ করা হয়েছে। এখন থেকে আপনি চাইলে আপনার পছন্দের কবিদের আলাদাভাবে প্রিয় কবির তালিকায় রাখতে পারবেন, এবং শুধুমাত্র প্রিয়দের সাম্প্রতিক কবিতা ও আলোচনাসমূহ আলাদাভাবে দেখতে পারবেন।
কিভাবে কাউকে প্রিয় কবির তালিকায় যোগ করবেন?
১) আপনার পছন্দের কবির পাতায় যান।
২) কবির নামের ডানপাশে দেয়া লিঙ্কগুলোতে দেখবেন 'প্রিয় কবির তালিকায় রাখুন' নামে নতুন একটি লিঙ্ক দেখাচ্ছে।
৩) এই লিঙ্কে ক্লিক করে আপনি কবিকে আপনার প্রিয়ের তালিকায় যোগ করতে পারবেন।
কিভাবে শুধুমাত্র প্রিয় কবিদের সাম্প্রতিক কবিতা বা আলোচনা দেখবেন?
১) প্রথমে এই ওয়েবসাইটে লগইন করুন।
২) লগইন করার পর যেকোন পাতার মাঝখানের প্যানেলের উপরদিকে কবির যে নিজস্ব মেনু দেখায়, সেখানে 'প্রিয়দের সাম্প্রতিক কবিতাসমূহ' ও 'প্রিয়দের সাম্প্রতিক আলোচনাসমূহ' নামে নতুন দু'টি লিঙ্ক দেখতে পাবেন।
৩) এই লিঙ্কগুলোয় ক্লিক করে আপনি আপনার পছন্দের কবিদের সাম্প্রতিক কবিতা কিংবা আলোচনার তালিকা দেখতে পাবেন।