আমাদের কবিতার আসরটি পুরোপুরি কবিতা প্রকাশের প্ল্যাটফরম বিধায় সেখানে কবিতার বাইরে অন্য কোন লেখা প্রকাশে আমরা সবসময় আমাদের আসরের কবিদের নিরুৎসাহিত করে এসেছি। অথচ কবিদের পারস্পরিক এই মিলনমেলায় কবিতার পাশাপাশি বলার মতো আরও অনেক প্রাসঙ্গিক কথাই থাকতে পারে। আর সেসব কথা শেয়ার করার জন্য আজ থেকে চালু হলো 'কবিদের আড্ডা' নামক নতুন বিভাগ। উপরের মেনুতে 'কবিদের আড্ডা' লিঙ্কে ক্লিক করে আড্ডার পাতাটি দেখতে পারবেন।
আড্ডার পাতায় জমিয়ে আড্ডা দিন। কি কি বিষয়ে আড্ডা দিতে পারবেন তা আড্ডার পাতার ডানপাশের কলামে বিষয়শ্রেণী হিসাবে দেখতে পাবেন। তবে যেকোন বিষয়শ্রেণীরই হোক, আমরা আশা করবো তা কাব্যচর্চা ও কবিতার সাথে প্রাসঙ্গিক হবে।
এখন থেকে আসরে কবিতার বাইরে আর কোন রকম লেখা প্রকাশ করা পুরোপুরি নিষিদ্ধ। আর দয়া করে আড্ডা বা আসর, কোথাও কেউ অনর্থক বিতর্কের অবতারণা করবেন না। আড্ডা হলেও আড্ডায় প্রকাশিত যেকোন লেখার মন্তব্য অবশ্যই সেই লেখার বিষয়বস্তুর উপর হতে হবে।
ধন্যবাদ।