বাংলা-কবিতায় আমরা নিয়মের কড়াকড়ি থেকে বরং আসরের কবিদের স্বাচ্ছ্যন্দের প্রতিই বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই আসরের পরিবেশ বিঘ্নিত না হওয়া পর্যন্ত, কিংবা কারও বিরুদ্ধে সুস্পষ্ট কোন অভিযোগ না পাওয়া পর্যন্ত আমরা সচরাচর কোন কবির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়ে থাকি না।
আমাদের নিয়ম অনুযায়ী স্বনাম হোক কিংবা ছদ্মনাম, একই কবির একাধিক একাউন্ট থাকাটা বাঞ্ছনীয় নয়। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে আমরা বেশ কিছু সদস্যের একাউন্ট ডুপ্লিকেট সন্দেহে ব্যান করে দিয়েছি। (প্রত্যেকের প্রতিটি কবিতা ও মন্তব্যের সাথে তার কম্পিউটারের আইপি এড্রেস আমরা সংরক্ষণ করি, যা দিয়ে সে কোন দেশের, এবং একই কম্পিউটার থেকে একাধিক নামে লেখা প্রকাশ হয়েছে কিনা তা যাঁচাই করা যায়।)
আপনাদের মধ্যে যারা আসরে একাধিক নামে লেখালেখি করছেন, তাদের অনুরোধ করছি যোগাযোগ পাতা হতে ইমেইলের মাধ্যমে যথাশিঘ্র আমাদের প্রতিটি একাউন্ট সম্পর্কে অবহিত করতে। ভবিষ্যতে যদি কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যে একাধিক নামে এখানে লেখা ও মন্তব্যের মাধ্যমে আসরের পরিবেশ প্রভাবিত করার চেষ্টা করছে, এবং প্রমান পাওয়া যায় যে তারা একই আইপি থেকে লেখা প্রকাশ করেছে, তখন সরাসরি অভিযুক্ত প্রতিটি একাউন্ট ব্যান করে দেয়া হবে।