আসরের অনেকের মধ্যেই মানসম্পন্ন লেখা প্রকাশের পরিবর্তে নিয়মিত বেশি বেশি লেখা প্রকাশের এক প্রবণতা দেখা যাচ্ছে অনেক দিন ধরেই। বিশেষ করে আলোচনা সভায় যেনতেনভাবে কিছু একটা নিয়ে কয়েক লাইন লিখে দিতে পারাটাই কিছু সদস্যের কাছে নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। এর একটা বড় কারণ সম্ভবতঃ নিয়মিতের তালিকায় নিজের নাম দেখানো। তাই শিঘ্রই আমরা নিয়মিতের সব তালিকা বাদ দিয়ে দেয়ার পরিকল্পনা করছি।
নিয়মিতের তালিকা রাখা উচিত নাকি মুছে দেয়া উচিত, এব্যপারে আপনার মতামত এবং তার সপক্ষের যুক্তি এখানে মন্তব্যের মাধ্যমে জানাতে অনুরোধ করছি।
ধন্যবাদ।